''হারানো বন্ধুত্বের গল্প,হারানো এক ভালবাসার গল্প''
মেয়েটা চুপচাপ বসে আছে হতবাক হয়ে,অঝোরে চোখ দিয়ে জল পড়ছে। তার কলেজ ড্রেসটা
ভিজে যাচ্ছে ছেলেটার রক্তে।কিছুক্ষন আগে একটা রোড এক্সিডেন্ট হয়েছে।মেয়েটা
রাস্তার এইপারে দাড়িয়ে ছিল।
ছেলেটা রাস্তা পার হতে গিয়েছিল,কিন্তু গাড়ি থেঁতলে দিয়েছে ছেলেটারে। মেয়েটার কেউ না ছেলেটা,শুধু একদিনই ছেলেটা বলেছিল ভাললাগার কথা। কিন্তু
মেয়েটা পড়া ছাড়া কিছুই বুঝত না,তাই রিজেক্ট করেছিল। কিন্তু দুজনেই ভালো
বন্ধু হয়ে গিয়েছিল, দুজনেই এস এস সি ছাত্র। নোট আদান প্রদান
করত,প্র্যাকটিক্যাল এ হেল্প করত,আড্ডা,গপ্প,গুজব হত। এভাবেই কেটে যাচ্ছিল
দিন গুলো। হঠাত করেই কি থেকে কি হয়ে গেল? সেদিন বলেছিল ছেলেটা "তুই
স্কুলে শেষে তোর প্র্যাক্টিকাল খাতা টা দিস,ফটোকপি করুম" মেয়েটা বলছিল
"রামছাগল, টাইম মত কাম করস না কেন? এক্সাম ঘাড়ে পড়লেই প্র্যাক্টিকাল খাতার
অস্তিত্ব মনে পড়ে তোর।" ছেলেটা হাসতে হাসতে বলল "অস্তিত্বে অন্য কিছু মিশে আছে" মেয়েটা চোখ পাকিয়ে বলল "দুর হ!হারামী। খাতা নিয়া রেহাই দে খাটাশ" মাথা নাড়াইয়া,জ্বিব ভেংচি কেটে বলল "হ হ!যামু যামু।" কলেজ শেষে খাতাটা ফটোকপি করে ফিরে আসতে যেয়ে সত্যই ছেলেটা আর ফিরতে পারে নাই। প্রচন্ড কষ্টে কাঁদছিল মেয়েটা। এ কষ্ট একজন প্রচন্ড ভালো বন্ধুকে হারানোর কষ্ট। প্রিয় এক বন্ধু হয়তো এক অপরিণত ভালবাসা ও ছিল তা। একটা বন্ধুত্বের,ভালোবাসার শেষ হয়ে যাবার কষ্ট.... প্রায়
৭/৮ বছর হয়ে গেছে।তাও কখনো কখনো মেয়েটার মনে পড়ে,কোথায় যেন অজানা একটা
কষ্ট খামচে ধরে।কিন্তু এই কষ্টের কথাটা সে কারো সাথে শেয়ার করবে না। কিছু
কষ্টের কথা কখনোই শেয়ার করা যায় না ;করা উচিত ও না,কখনোই না। কিছু সত্য
গোপন থাকা উচিত আজীবন। নইলে নিজস্বতা বলে কিছু থাকে না।
No comments:
Post a Comment